ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতাঃ
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) ৪৬ সদস্য নিয়ে কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই বছর মেয়াদি নতুন কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ধামইরহাট উপজেলার কৃতি সন্তান মো. আলমগীর কবির।
গত সোমবার (১৯ জানুয়ারি) বাপার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. আলমগীর কবির। আলমগীর কবির ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদের মরহুম চেয়ারম্যান মজিবুর রহমানের ছেলে।
সাধারণ সম্পাদক আলমগীর কবির জানান, আমাকে বাপার পূনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। ইনশাআল্লাহ দেশ ও জনগণের সেবায় যথাযথ ভাবে দায়িত্ব পালন করব। এলাকাবাসীসহ দেশের সকল মানুষের নিকট সহযোগিতা কামনা করেছেন তিনি।


