সাগর মিয়া,রংপুরঃ
রংপুরের হারাগাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাবিবুর রহমান (পাভেল)।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার ১নং ওয়ার্ডের জুম্মাপাড়া এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
হারাগাছের বিশিষ্ট চামড়া ও তামাক ব্যবসায়ী আলহাজ্ব শামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারাগাছ পৌর বিএনপির সভাপতি মোনায়েম হোসেন ফারুক।
এ সময় বিএনপির নেতাকর্মীরা নবাগত হাবিবুর রহমান (পাভেল)-কে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হাবিবুর রহমান (পাভেল) বলেন,- রংপুর অঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার। জাতীয় পার্টি ও আওয়ামী লীগ এই অঞ্চলের মানুষের সঙ্গে শুধু শোষণ করেছে, দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। এখন সময় এসেছে রংপুরবাসীর প্রকৃত উন্নয়ন নিশ্চিত করার।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমি বিএনপিতে যোগ দিয়েছি।” তিনি আরও বলেন, বিএনপির নেতৃত্বেই রংপুর অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব এবং আগামীর আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয়ভাবে ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হারাগাছ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন (ডাজু), সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম (মানিক), রাশেদুল ইসলাম, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক শুকতারা পারভীন হ্যাপি, ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক কানুন, বিপুল,আশরাফুল, আমিরুল ইসলাম, মাসুদার রহমান, পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও ১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ সাগর মিয়া, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আদমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উঠান বৈঠকে বক্তারা বলেন, হাবিবুর রহমান (পাভেল)-এর মতো একজন সৎ, সমাজসেবী ও প্রভাবশালী ব্যবসায়ীর বিএনপিতে যোগদান দলকে আরও শক্তিশালী করবে এবং হারাগাছসহ পুরো রংপুর অঞ্চলে সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।


