পত্নীতলা (নওগাঁ) সংবাদদাতাঃ
নওগাঁ-২ (পত্নীতলা-ধামুইরহাট) আসনে ১০ দলীয় জোট-মনোনীত জামায়াত নেতা জননেতা ইঞ্জিনিয়ার এনামুল হক কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এ উপলক্ষে তিনি নওগাঁ-২ আসনের সাবেক জামায়াতের জেলা আমির ও সাবেক ধামুইরহাট উপজেলা চেয়ারম্যান মরহুম মঈন উদ্দিন (রহিঃ), মুক্তিযুদ্ধ ও ২৪ জুলাইয়ের আন্দোলনে শহীদ সকল শহীদ এবং শিবিরের সাংগঠনিক দায়িত্বশীল শহীদ আব্দুল জব্বারসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের প্রয়াত নেতৃবৃন্দের কবর জিয়ারত করেন।
আজ বৃহস্পতিবার সকাল ১২ ঘটিকায় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে কবর জিয়ারতে অংশ নেন। এ সময় শহীদ ও মরহুমদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি তাঁদের ত্যাগ-সংগ্রামের আদর্শকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
কবর জিয়ারত শেষে জননেতা ইঞ্জি. এনামুল হক বলেন,
“শহীদদের রক্ত ও নেতৃবৃন্দের ত্যাগ আমাদের প্রেরণা। ইনশাআল্লাহ, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ের সমাজ গঠনে আমরা মাঠে থাকব।”
তিনি সবার কাছে দোয়া কামনা করেন এবং নির্বাচনী প্রচারণা কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা ও অংশগ্রহণ করার আহ্বান জানান।
পরবর্তীতে তিনি পত্নীতলা ও ধামইরহাট উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনা করেন। শেষে তিনি শহীদ ও মরহুমদের জন্য দোয়া করার পাশাপাশি নির্বাচনী প্রচারণার কাজে পাশে থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানান।
এ সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


