মান্দা (নওগাঁ) সংবাদদাতাঃ
নওগাঁর মান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে বৃহস্পতিবার রাতের আঁধারে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, কে বা কারা গভীর রাতে জামায়াতে ইসলামীর নির্বাচনী পোস্টার ও ব্যানার ছিঁড়ে পুকুরে ও পাশের জঙ্গলে ফেলে দেয়। এছাড়া ব্যানার বাঁধার দড়ি ছিঁড়ে ফেলা হয়।
সকালে পোস্টার লাগানোর উদ্দেশ্যে বের হলে জামায়াতের নেতাকর্মীরা পোস্টার ও ব্যানার ছিঁড়ে পুকুরে ও জঙ্গলে পড়ে থাকতে দেখে বিষয়টি জানতে পারেন।
এতে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তেঁতুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি আবু তালেব, ওয়ার্ড সেক্রেটারি সবুজ শেখ,জামায়াতের যুব বিভাগের সভাপতি সুমন শেখসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।
তারা বলেন, গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতেই পরিকল্পিতভাবে এই ন্যক্কারজনক কাজ করা হয়েছে। অবিলম্বে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।


