ধামইরহাট সংবাদদাতাঃ
নওগাঁর ধামইরহাট উপজেলায় ইসবপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকালে ইসবপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক মো. সামসুজ্জোহা খান।
এ সময় ইসবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এস.এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্র্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কেএমএস মুসাব্বির শাফি, ধামইরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা, উপদেষ্টা দেওয়ান ফেরদৌস হাসান, ইসবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছাব্বির আহমেদ হিরো, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন রাজু, যুবদল সভাপতি তৌফিক হোসেন প্রমুখ।


