কক্সবাজার সংবাদদাতাঃ
সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করবে জাতীয় সাংবাদিক সংস্থা। সরকার নিবন্ধিত জাতীয় পর্যায়ের এ সংগঠনটির ঈদগাঁও উপজেলা শাখার পুনর্গঠিত কমিটির জরুরী সাধারণ সভায় এ অভিমত ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে জনস্বার্থ বিবেচনায় সাংবাদিকতা করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ। তারা বলেন, সাংবাদিকদের অনৈক্য এবং দ্বিধা-বিভক্তির কারণে প্রশাসনসহ অন্যান্যরা সুযোগ নিচ্ছে। প্রকৃত পেশাদার সাংবাদিক কখনো দেশ ও জাতির বিরুদ্ধে অবস্থান নিতে পারেন না। রাষ্ট্রের কল্যাণে তাদের কলম চলে। নেতিবাচক সাংবাদিকতার পরিবর্তে ইতিবাচক সাংবাদিকতার সূত্রপাত করতে হবে। তবেই সাংবাদিক সমাজ এলাকায় সমাদৃত ও জনপ্রিয় হবেন। বর্তমান বাস্তবতা থেকে উত্তরণের জন্য স্ব স্ব হাউজের কর্তৃপক্ষকে কর্মরত সাংবাদিকদের রুটি- রুজির সু-ব্যবস্থা করতে হবে। তবেই সাংবাদিকরা অপকর্ম থেকে বিরত থাকবেন। ২৪ জানুয়ারি শনিবার বিকাল তিনটায় এ সভাটি অনুষ্ঠিত হয় কক্সবাজারের ঈদগাঁও পাবলিক লাইব্রেরী মাঠে। এতে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা ঈদগাঁও উপজেলার সভাপতি মোঃ রেজাউল করিম। সংগঠনের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় সভায় আলোচনায় অংশ নেন সহ-সভাপতি এম, ছরওয়ার সিফা, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর আলম, সাংগঠনিক সম্পাদক রাশেদুল আমির চৌধুরী, সদস্য মোঃ আরিফুল ইসলাম, সদস্য হোসাইন শরীফ প্রমুখ। চা- আড্ডায় অংশ নেন সংগঠনটির কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক ওসমান গনি (ইলি)। এতে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেয়ার লক্ষ্যে তিনি দিকনির্দেশনা মূলক কথা বলেন।
সভায় নিজস্ব অর্থায়নে পিকনিক, নব নির্বাচিত কমিটির পরিচিতি এবং অভিষেক অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত নেয়া হয়।
সভাপতি তার সংক্ষিপ্ত বক্তব্যে সাংগঠনিক কার্যক্রম আরো জোরদার ও বেগবান করতে কমিটি সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন বলে মন্তব্য করেন।


