সাগর মিয়া, রংপুরঃ
রংপুরের হারাগাছ এলাকায় শীতার্ত, গরিব, দুঃস্থ ও খেটে খাওয়া মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে হারাগাছের আলম বিড়ি ফ্যাক্টরি খোলানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র উদ্যোগে প্রায় ৩৫০ জন গরিব, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি হারাগাছ শাখার ম্যানেজার জামিল হোসাইন। এ সময় আরও উপস্থিত ছিলেন হারাগাছ প্রেসক্লাবের সভাপতি আয়নাল হক, সাধারণ সম্পাদক মোঃ সাগর মিয়া, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। কম্বল পেয়ে শীতার্তরা সন্তোষ প্রকাশ করেন।
উপকারভোগী ছালিমা বেগম, মমতাজ বেগম, পারভিন বেগম, জহির উদ্দিন, করিম মিয়া ও তছির উদ্দিনসহ অনেকে বলেন, তীব্র শীতে আমরা খুব কষ্টের মধ্যে দিন-রাত কাটাই। ঠিকমতো ঘুমাতে পারি না। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের দেওয়া এই কম্বল আমাদের জন্য অনেক বড় সহায়তা। তারা ব্যাংক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অন্য প্রতিষ্ঠানগুলোকেও এভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
এদিকে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ম্যানেজার জামিল হোসাইন বলেন, “আমাদের প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সারা দেশের মতো হারাগাছেও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ইনশাল্লাহ ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”


