ডেস্ক রিপোর্টঃ
নওগাঁর এ-টিম মাঠে নির্বাচনী জনসভায় আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তবে সকাল থেকেই সেখানে নেতাকর্মীদের জড়ো হতে দেখা গেছে।
আজ সকাল ১০টার দিকে সভাস্থলে গিয়ে দেখা যায়, ৬৪ ফুট দৈর্ঘ্য এবং ৪৪ ফুট প্রস্থের সভামঞ্চ প্রস্তুতকরা হয়েছে। মঞ্চের দুই পাশে এলইডি ও ব্যানার। মঞ্চের বাঁ দিকের ব্যানারে লেখা রয়েছে ‘আই হ্যাভ আ প্লান’ এবং ডান পাশে ‘সবার আগে বাংলাদেশ’। এ সভামঞ্চে আজ সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপস্থিত হয়ে ভাষণ দেবেন তারেক রহমান।
জনসভাস্থলের চারপাশে সিএসএফ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ন্ত্রণে মাঠের বিভিন্নস্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা আছে। এর মাধ্যমে জনসভাস্থলের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সভায় যোগ দিতে সকাল থেকে নওগাঁসহ বিভিন্নজেলা ও উপজেলা থেকে নেতাকর্মী ও সমর্থকেরা আসতে শুরু করেছেন। দলীয়সূত্রে জানা যায়, ২০০৬ সালে নওগাঁর পত্নীতলা ও নিয়ামতপুরে নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন তারেক রহমান। এরপর এই নির্বাচনী জনসভায় আসছেন। এই কর্মসূচিকে জনসমুদ্রে রূপ দিতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নওগাঁ শহরজুড়ে পোস্টার ও ব্যানারে স্বাগত জানানো হয়েছে তারেক রহমানকে।
নওগাঁর পোরশা উপজেলা সারাইগাছী এলাকা থেকে আসা শামসুদ্দিন শাহ্ (৫২) বিএনপির একজনকর্মী। সকাল ১০টার দিকে এ-টিম মাঠে কথা তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘পরে আসলে মাঠেজায়গা পাওয়া যাবে না। আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছ থেকে দেখার জন্য আগেভাগেই চলে এসেছি। এখন নেতার অপেক্ষায় আছি। পোরশার গাঙ্গুরিয়া ইউনিয়নের ৪ নম্বরওয়ার্ড থেকে আমিসহ ৪০-৫০ জন বাস ভাড়া নিয়ে জনসভায় এসেছি।’
ধামইরহাট উপজেলার ফতেপুর গ্রামের জিয়াউদ্দিন (৪৫) সকালেই সভাস্থলে আসেন। তিনি বলেন, ‘আমি কোনোদিন বিএনপির কোনো পদে ছিলাম না, এখনও কোনো পদে নাই। তবে বিএনপির একজন সাধারণসমর্থক। ২০ বছর আগে পঅত্নীতলার নজিপুরে একজনসভায় খালেদা জিয়া ও তারেক রহমানকে সরাসরি দেখেছিলাম। আজকে আবার তারেক রহমানকদেখার জন্য এসেছি।’
এই কর্মসূচি উপলক্ষে নওগাঁ জেলা বিএনিপর সাধারণ সম্পাদক মামুনুর রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানেরশীষের পক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামীকাল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানরাজশাহী ও নওগাঁ জেলা সফর করবেন। এই সফরে তারেক রহমান নওগাঁর ঐতিহ্যবাহী এ-টিম মাঠেনির্বাচনী জনসভায় অংশ নিয়ে বক্তব্য রাখবেন। তাঁর আগমণ উপলক্ষে নিরাপত্তাসহ আনুষঙ্গিক বিষয়ে ইতোমধ্যে সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। তিনি এই এলাকার প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। জনগণের মাঝে বিএনপির প্রতিশ্রুতি ব্যক্ত করবেন।ধানের শীষের পক্ষে ভোট চাইবেন। আশা করছি, সমাবেশটি সফলভাবে সম্পন্ন হবে।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকনূর-ই আলম বলেন, ‘নওগাঁয় এর আগে অনেক সমাবেশ হয়েছে, কিন্তু এবারের সমাগম হবেব্যতিক্রম। দীর্ঘদিন পর তারেক রহমান নিজে নওগাঁয় এসে কথা বলবেন, এটি মানুষ ভিন্নভাবে গ্রহণকরছে। এটি কোনো একক দলের কর্মসূচি নয়, এটি একটি জনসম্পৃক্ত আয়োজন। তারেক রহমানেরআগমনকে কেন্দ্র করে নওগাঁয় দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত জনসমাগম হবে। এখানে শুধু বিএনপির নেতা-কর্মী নয়, সাধারণ মানুষও অংশ নেবেন। আমরা আশা করছি, এইসমাবেশে অন্তত ৫ লাখ মানুষের সমাগম হবে।’
দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০০৬সালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নওগাঁ সফরে আসেন। তখন তিনি বিএনপির সিনিয়রযুগ্ন মহাসচিব ছিলেন। চলতি বছরের ৯ জানুয়ারি তারেক রহমানকে দলের চেয়ারম্যান ঘোষণাকরা হয়। ফলে দলের প্রধান হিসেবে এবারই প্রথম নওগাঁতে আসছেন তিনি। সে হিসেবে দীর্ঘ ২০বছর পর নওগাঁয় বড় কোনো সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান।
বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগমখালেদা জিয়া ২০০৮ সালে নওগাঁর পত্নীতলা ও নিয়ামতপুরে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে বক্তব্যদিয়েছিলেন। এর ১৮ বছর পর দলের প্রধান হিসেবে নির্বাচনী সমাবেশে তাঁর সন্তান তারেকরহমান নওগাঁয় জনসমাবেশে বক্তব্য দিতে যাচ্ছেন।


