জাতীয় নির্বাচন সামনে রেখে এবং অন্য সময়ও দেশে বাইরের কোনো অস্ত্র ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (২৩ আগস্ট) রাজধানীর গাবতলীতে বিএডিসি বীজ ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “অস্ত্র উদ্ধার চলমান প্রক্রিয়া। প্রতিদিনই উদ্ধার অভিযান চলছে। আশা করছি নির্বাচনের আগে প্রায় সব অস্ত্র উদ্ধার করতে পারব।”
তিনি আরও বলেন, নির্বাচনের সময় বিদেশ থেকে অস্ত্র ঢোকার প্রবণতা আগে দেখা গেছে। এবারও যেন এমন কিছু না ঘটে সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়া হবে। শুধু নির্বাচন নয়, অন্য সময়ও অস্ত্র প্রবেশ ঠেকাতে ব্যবস্থা থাকবে।
আগামী নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, চিফ এডভাইজার যে তারিখ ঘোষণা করেছেন, সে অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের পূর্ণ প্রস্তুতি থাকবে।
সামাজিক মাধ্যমে বিভিন্ন প্রোপাগান্ডা বিষয়ে তিনি বলেন, দেশে এখন বাকস্বাধীনতা রয়েছে, তাই যে যার মতো মত প্রকাশ করছে। তবে জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, “আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত। সীমান্ত এলাকার জনগণও অত্যন্ত সচেতন।”


