তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যাই অমীমাংসিত থাকবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীতে আয়োজিত ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তরুণদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, “তোমাদের মেধা, শক্তি ও সৃজনশীলতা দেশের উন্নয়নে কাজে লাগাও। সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ না রেখে অন্যদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হও। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তরুণরা সক্রিয় থাকলে কোনো সমস্যাই অমীমাংসিত থাকবে না।”
ড. ইউনূস তরুণদের স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, দারিদ্র্য বিমোচন ও সামাজিক ন্যায়বিচারে অগ্রণী ভূমিকার কথা তুলে ধরে বলেন, তারুণ্যের শক্তিই জাতির চালিকাশক্তি।
স্বেচ্ছাসেবার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “এটি শুধু মানবকল্যাণেই সীমাবদ্ধ নয়; চরিত্র গঠন, নেতৃত্ব বিকাশ এবং আত্মউন্নয়নেরও এক মহৎ মাধ্যম।”
তিনি আরও বলেন, আজকের পুরস্কার তরুণদের জন্য কেবল স্বীকৃতি নয়, বরং নতুন করে এগিয়ে যাওয়ার আহ্বান। “তোমরা আরও সাহসী হও, নেতৃত্ব দাও, নতুন ধারণা ও উদ্ভাবন দিয়ে সমাজকে এগিয়ে নাও,” যোগ করেন প্রধান উপদেষ্টা।
অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সমাজের প্রতিটি ক্ষেত্রে তরুণদের ক্ষুদ্র প্রয়াসই দেশের জন্য বড় পরিবর্তন বয়ে আনতে পারে।


