নওগাঁয় কলেজের অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতি ও বিচারের দাবিতে মানববন্ধন

নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে ও তাদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বান্দাইখাড়া বাজারে কলেজের ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে স্থানীয়দের মধ্যে ইয়াকুব আলী সরদার, আনোয়ার হোসেন ও কলেজের শিক্ষার্থী রাকিব হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 

বক্তারা বলেন, বান্দাইখাড়া ডিগ্রী কলেজে একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলমগীর হোসেন ও ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুল ইসলামের অনিয়ম ও দূর্নীতির কারণে বর্তমানে কলেজটি অন্ত:সার হয়ে পরেছে। কলেজে ভবন নির্মানে দূর্নীতি, ছাত্র-ছাত্রীদের কাছ থেকে আদায় করা বিভিন্ন ফি হিসেব না দিয়ে আত্মসাৎ করেছে। তাই দ্রুত তাদের অপসারন করে বিচারের দাবি জানানো হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp