বই উপহার পেলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ২১০ টি এবং বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে ৪৮ খন্ডের বই উপহার পেয়েছে নওগাঁ বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার বিকেলে নওগাঁ বিশ্ববিদ্যালইয়ের এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য পাওয়া যায়।

পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা, মুদ্রণ ও বিতরণ বিভাগ কর্তৃক প্রকাশিত বিভিন্ন প্রোগ্রামের ২১০টি গ্রন্থ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উপহার হিসেবে প্রদান করেছে। এছাড়া আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা হতে এ পর্যন্ত ৪৮ খন্ড বিশিষ্ট সকল আইনের সংকলন এক সেট “বাংলাদেশ কোড” নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উপহার হিসেবে প্রদান করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী মূল্যবান গ্রন্থগুলি প্রদানের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যায়ের উপাচার্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ও সচিবকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর  অধ্যাপক ড. হাছানাত আলী আশা পোষণ করে বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ হতে প্রাপ্ত গ্রন্থসমূহ শিক্ষক এবং শিক্ষার্থীদের গবেষণা ও জ্ঞান চর্চায় সহায়ক ভূমিকা রাখবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp