সিরাজগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যা মামলায় ৩ ভাইসহ ৪ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে রাস্তা নির্মাণ নিয়ে বিরোধের জেরে আশরাফ আলী (৫৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার মামলায় তিন ভাইসহ চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইকবাল হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার।

নিহত আশরাফ আলী সদর উপজেলার বহুলী ইউনিয়নের চাঁদপাল গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে।

যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন- সদর উপজেলার চাঁদপাল গ্রামের মৃত জেসার উদ্দিন খলিফার তিন ছেলে ছেলে আব্দুল আলিম, মোজাম সেখ, আব্দুল রউফ এবং মৃত জেসার উদ্দিন খলিফার ছেলে আবু বক্কার।

চারজনই সদর উপজেলার চাঁদপাল গ্রামের বাসিন্দা।

মামলা সুত্রে জানা যায়, ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর সকালে রাস্তা নির্মাণ কাজ নিয়ে আশরাফ আলীর সঙ্গে আসামিদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র, লোহার রড, লাঠি ও কাঠের বাটাম দিয়ে আশরাফ আলীর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকায় নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এরপর নিহতের স্ত্রী সুফিয়া খাতুন ছয়জনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজন অজ্ঞাতকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত বুধবার রায় ঘোষণা করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp