
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ ও চীন তাদের কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যাবে, যা দুই দেশের জনগণসহ বিশ্বের জন্য শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনবে।
চীনের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় চীনা দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় চীনের দীর্ঘদিনের সহায়তা ও আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অর্থনৈতিক উন্নয়ন, প্রযুক্তি ও দারিদ্র্য বিমোচনে চীনের সাফল্যের প্রশংসা করেন।
অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন সর্বদা শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতির শক্তি হিসেবে কাজ করবে। তিনি জানান, বাংলাদেশকে আধুনিকায়নের পথে সহযোগিতা অব্যাহত থাকবে এবং চীন-বাংলাদেশ সম্পর্ক নতুন অধ্যায়ে প্রবেশ করবে।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বাংলাদেশের উন্নয়ন অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নে চীনের অবদান তুলে ধরেন। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, দুই দেশের জনগণের বন্ধন এখন সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে।
অনুষ্ঠানে কূটনীতিক, শিক্ষাবিদ, সামরিক কর্মকর্তা, রাজনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিসহ ৬০০-রও বেশি অতিথি অংশ নেন।
সূত্র: বাসস