সিরাজগঞ্জ সদর উপজেলার নতুন ফুলবাড়ী গ্রামে চাঁদাবাজি ও হুমকির জেরে মো. বুদ্দু (৫৩) নামের এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় আব্দুস সাত্তারের আমবাগানে এ ঘটনা ঘটে। নিহত বুদ্দু ওই গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, এক মাস আগে বাটন মোবাইল বিক্রি করেন বুদ্দু। ওই মোবাইলে তার ভাবি পূর্ণী খাতুনের সঙ্গে একটি ব্যক্তিগত অডিও থেকে যায়। নতুন মালিক মো. আব্দুল্লাহ (৩৫) ও তার বন্ধু মো. আবু সামা (৪৩) অডিওটি ভাইরাল করার হুমকি দিয়ে ৬০ হাজার টাকা দাবি করেন।
বুধবার বিকেলে এ নিয়ে বাগবিতণ্ডা ও মারধরের পর রাতে বুদ্দু আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. মোকলেছুর রহমান জানান, প্রাথমিকভাবে ঘটনাটি চাঁদাবাজি ও সামাজিক মানহানির সঙ্গে সম্পৃক্ত বলে মনে হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
নিহতের জামাতা রাসেল আহমেদ বলেন, “আমার শ্বশুরকে পরিকল্পিতভাবে অপমান করা হয়েছে। তার পা মাটিতে লেগে ছিল, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা।”
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিকেলে তারা ঝগড়া ও হাতাহাতির ঘটনা দেখেছেন, পরে রাতে শোনেন বুদ্দু আত্মহত্যা করেছেন।


