বরিশালের মুলাদী সরকারি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন মান্না (২০), হামিম (২০), বায়েজিদ (২৩), আবদুল্লাহ (২৪) ও রাকিব (২৪)।
জেলা ছাত্রশিবিরের সভাপতি সাইয়েদ আহমেদ অভিযোগ করেন, অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানের প্রস্তুতি চলাকালে ছাত্রদল হামলা চালায়। তবে অভিযোগ অস্বীকার করে মুলাদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ঢালী বলেন, শিবির কলেজ নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে এবং তারেক রহমানকে নিয়ে কটূক্তি করলে সংঘর্ষের সূত্রপাত হয়।
শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর হোসেন জানান, মুলাদী থেকে ছয়জন ভর্তি হয়েছে এবং তাদের সার্জারি ওয়ার্ডে চিকিৎসা চলছে।
মুলাদী থানার ওসি শফিকুল ইসলাম বলেন, দুই শিক্ষার্থীর মধ্যে হাতাহাতি থেকে সংঘর্ষের ঘটনা শুরু হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।


