চট্টগ্রামের হাটহাজারীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। সোমবার (১ ডিসেম্বর) ভোরে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- জিয়াউদ্দিন জাহেদ (৩০), উদালিয়া, ফরহাদাবাদ ইউপি–৩ নম্বর ওয়ার্ড, মো. আকতার হোসেন (২৩), পশ্চিম ধলই, ২ নম্বর ওয়ার্ড, মো. শাহাদাত হোসেন (৪৪), ফতেপুর ইউপি–৯ নম্বর ওয়ার্ড, মো. হাবিবুল আলম (২৫), দক্ষিণ পাহাড়তলী, নন্দীরহাট এলাকা, সিটি করপোরেশন–১ নম্বর ওয়ার্ড।
জানা যায়, রোববার ভোরে চিকনদণ্ডী ইউনিয়ন যুবলীগের নেতা হাসান মুরাদের নেতৃত্বে ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার নিষিদ্ধ ঘোষিত যুগ্ম সম্পাদক ইকবাল হোসেনসহ ১২–১৫ জন নেতাকর্মী একটি ঝটিকা মিছিল বের করেন। মাত্র তিন মিনিট স্থায়ী ওই মিছিল শেষে তারা দ্রুত সটকে পড়েন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়—মিছিলকারীরা “উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন, চট্টগ্রাম” লেখা একটি ব্যানার বহন করছে এবং কয়েকজনের মুখ হেলমেট ও কাপড় দিয়ে ঢাকা ছিল।
পুলিশ জানায়, ভিডিও বিশ্লেষণে দেখা গেছে—মিছিলে অংশ নেওয়া কয়েকজন মুখ ঢেকে উসকানিমূলক, বিভ্রান্তিকর ও বিদ্বেষমূলক স্লোগান দেয়ার চেষ্টা করে। দেশের নিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডের অভিযোগে চারজনকে বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে।
হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, “মিছিলের পরই আমরা অভিযান শুরু করি। এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।”


