কক্সবাজার সংবাদদাতাঃ
ঈদগাঁওতে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী লুৎফুর রহমান কাজলের সমর্থনে বিশাল শো-ডাউন অনুষ্ঠিত হয়েছে।
২৩ জানুয়ারি শুক্রবার বিকেলে এ উপলক্ষে বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল বের হয়। যা ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এসে জমায়েত হয়।
উপজেলার ঈদগাঁও, ইসলামাবাদ, ইসলামপুর, জালালাবাদ, পোকখালী, গোমাতলীসহ প্রত্যন্ত গ্রামীণ এলাকা থেকে বিএনপি সমর্থিত নেতা, কর্মী ও সাধারণ ভোটাররা এসব মিছিলে অংশ নেন। আগত মিছিল সমূহে ধানের শীষ, জাতীয় ও প্রার্থীর ছবি সম্বলিত পতাকা বহন করেন মিছিলকারীরা। দূরবর্তী এলাকা থেকে টমটম, চাঁদের গাড়ি এবং পিকআপ ভ্যানে করে মিছিল সহকারে নেচে গেয়ে স্কুল মাঠে উপস্থিত হন বিপুলসংখ্যক লোকজন।
পরে হাই স্কুল মাঠ থেকে দীর্ঘ মিছিল চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। ছাদখোলা গাড়িতে করে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপি’র মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল হাত উঁচিয়ে জনগণকে অভিবাদন জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি এম, মমতাজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, অর্থ সম্পাদক আব্দুস শুক্কুর, জালালাবাদ চেয়ারম্যান মোঃ আলমগীর তাজ জনি প্রমুখ। কর্মসূচিতে উপজেলা বিএনপি ও অঙ্গ- সংগঠন সমূহের নেতাকর্মীরা যোগ দেন। অঙ্গ-সংগঠনের মধ্যে ছিল বিএনপি, যুবদল, ছাত্রদল, মৎস্যজীবী দল, মহিলা দল, শ্বেচ্ছাসেবক দল প্রভৃতি।
উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন ঈদগাঁও ইউনিয়ন বিএনপি সভাপতি আবু সিদ্দিক, সাধারণ সম্পাদক ওহিদুর রহমান কোম্পানি, ইসলামপুর বিএনপির সভাপতি মাস্টার আব্দুল কাদের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জালালাবাদ বিএনপি সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক আব্দুস সালাম কোম্পানি, ইসলামাবাদ বিএনপি সভাপতি হুমায়ুন কবির কোম্পানি, সাধারণ সম্পাদক জসীম উদ্দীন জনি, পোকখালী ইউনিয়ন বিএনপি সভাপতি এ, এইচ, সেলিম উল্লাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল, উপজেলা মহিলা দল আহবায়ক খুরশিদা বেগম, যুগ্ম আহবায়ক সেলিনা আক্তার ও তসলিমা বেগম, ঈদগাঁও মহিলা দলের সুবর্ণা, জালালাবাদ বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফারুক আহমদ সহ অন্যান্যরা।


