কক্সবাজার সংবাদদাতাঃ
দেশের ভাগ্য বিনির্মাণে আগামী গণভোট অত্যন্ত গুরুত্বপুর্ণ। তাই আপনারা স্ব স্ব অবস্থান থেকে গণভোটের পক্ষে জনমত গড়ে তুলুন।
ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয় কর্তৃক আয়োজিত ইমাম সম্মেলনে কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান এ কথা বলেন। ২৪ জানুয়ারী শনিবার সকাল ১০ টায় শহরের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ ড. মুহাম্মদ আবু তালহা।
ইফার সহকারী পরিচালক মুহাম্মদ সরওয়ার আকবর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজিব, অতিরিক্ত পুলিশ সুপার শামীম কবির ও কক্সবাজার প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান।
এতে জেলার ৯ উপজেলা থেকে ইমাম-খতিবগণ অশংগ্রহন করেন। সম্মেলনে ইমাম সাহেবগণ দেশের সার্বিক কল্যাণের জন্য আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।


