কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর স্বামীকে হত্যা, ঘাতক আটক

কক্সবাজার শহরে স্ত্রীর সামনে রঞ্জন চাকমা (৫৫) নামে এক ব্যক্তিকে হত্যা করেছে বীরেন চাকমা (৫৪) নামের তার পুরোনো পরিচিত। ঘটনার পর স্থানীয়রা ঘাতককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঝিলংজার উত্তরণ আবাসিকে এ নৃশংস ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত রঞ্জন চাকমা স্ত্রী কালোদেবী চাকমাকে (৩৫) নিয়ে সম্প্রতি রাঙামাটি থেকে কক্সবাজারে কাজের উদ্দেশ্যে আসেন এবং বীরেনের ভাড়া বাসায় ওঠেন। রাতে মদ্যপ অবস্থায় বীরেন কালোদেবীকে পাশের কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করে। স্ত্রীকে রক্ষা করতে গেলে রঞ্জনকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে সে।

চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে রক্তমাখা হাতে পালিয়ে যাওয়া বীরেনকে আটক করে পুলিশে দেয়। এ সময় ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়।

কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ ইলিয়াস বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে, ধর্ষণের ঘটনার জেরেই হত্যাকাণ্ড ঘটে। নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তার স্ত্রীকে চিকিৎসা ও ধর্ষণের আলামত পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।”

Facebook
Twitter
LinkedIn
WhatsApp