
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে মারা গেছেন পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌস। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক ছিলেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ভোট গণনার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা বলেন, “আমি প্রীতিলতা হলে রিটার্নিং কর্মকর্তা ও তিনি পোলিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন। সকালে ভোট গণনার সময় দরজার সামনে হঠাৎ পড়ে যান। এরপর হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।”
নিহতের বড় ভাই মোহাম্মদ আসিফ জানান, সকাল সাড়ে ৮টার দিকে নির্বাচন কমিশন ভবনের তৃতীয় তলায় ওঠার পর করিডোরে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন জান্নাতুল ফেরদৌস। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে ভোট গণনা শুরু হয়, যা ম্যানুয়ালি সম্পন্ন করে এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছিল। ওইদিন সকাল ৯টা থেকে জাকসু ও হল সংসদের ভোটগ্রহণ শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে মোট ভোটার সংখ্যা ছিল ১১ হাজার ৮৯৭ জন।