যশোর,সংবাদদাতাঃ
গাঁয়ের রং স্বেত খুকি আফিয়া ভুল ধারণায় চলে গেল ওর বাবা আজ ওর পাশে দেখো তারেক জিয়া বাংলাদেশ জুড়ে হ্যা মানবিক মারহাবা
শান্তিতে হাসছে মানুষ মা মেয়ে নয় দুখী ভালোবাসার জোয়ারে ওরা অনাবিল সুখী।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গ্রামের প্রতিটি ঘরে ঘরে হেলথ কেয়ার বা স্বাস্থ্যসেবা কেন্দ্র তৈরি করে চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।
যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পল্লী চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসাসেবা দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন, ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশের কোনো রোগীকে আর হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিতে হবে না।
সোমবার যশোরের আলোচিত শিশু আফিয়ার পরিবারের কাছে নতুন ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামে জেলা বিএনপির আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় তারেক রহমান আফিয়ার মাকে আশ্বস্ত করে বলেন, আপনি আজ একা নন, আপনার পাশে বিএনপি রয়েছে।
তারেক রহমান এসময় আরও বলেন, দেশের সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতিটি পরিবারের মাকে একটি করে ‘চিকিৎসা কার্ড’ প্রদান করা হবে। এই কার্ডের মাধ্যমে পরিবারের শিশু থেকে বৃদ্ধ সবাই চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন। এছাড়া আফিয়ার সার্বিক দেখভাল ও পড়াশোনার দায়িত্ব জেলা বিএনপি পালন করবে বলে তিনি জানান।
উজান থেকে আসা পানি ও ভারী বর্ষণে প্লাবিত হওয়া সমস্যার সমাধানে শহীদ জিয়ার ‘খাল খনন’ প্রকল্প পুনরায় চালু করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে আবারও দেশব্যাপী খাল খনন কার্যক্রম শুরু হবে। এতে অল্প বৃষ্টিতেই জলবদ্ধতার কষ্ট আর সাধারণ মানুষকে সইতে হবে না।
তিনি আরও উল্লেখ করেন, শিক্ষিত নারীদের আর্থিক স্বাবলম্বী করতে বিএনপির বৃহৎ পরিকল্পনা রয়েছে।
আলোচনা শেষে মোনাজাত করা হয়। এরপর বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম নিজে ঘরের তালা খুলে আফিয়ার মায়ের কাছে চাবি হস্তান্তর করেন। নতুন ঘরের সাথে খাটসহ প্রয়োজনীয় আসবাবপত্রও উপহার দেওয়া হয়।
উল্লেখ্য, যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামের শিশু কন্যা আফিয়া ও তার মা মনিরাকে ফেলে চলে যান বাবা মোজাফফর। গায়ের রঙ শ্বেত হওয়ায় আফিয়াকে নিজের সন্তান হিসেবে অস্বীকার করেন তিনি। চরম অসহায়ত্বের মধ্যে থাকা এই পরিবারের পাশে দাঁড়ান তারেক রহমান।
বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের তত্ত্বাবধানে বাড়ি নির্মাণের কাজ শুরু হয়, যা সোমবার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
অনুষ্ঠানে আরো ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলামসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকন।


