ডেস্ক রিপোর্টঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় পিকআপচাপায় সিয়াম (১৯) ও রশীদ (২০) নামের দুই কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বাহিরচর ইউনিয়নের বাঁধপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বীজনগর গ্রামের হাবিবুর রহমানের ছেলে এবং কুষ্টিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। রশীদ কুড়িপোল এলাকার মো. কুদ্দুস হোসেনের ছেলে। তিনি মিরপুরের চিথলিয়া সাগরখালী কলেজের দ্বিতীয় বর্ষে পড়তেন।
স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলযোগে লালন শাহ সেতুর দিকে যাচ্ছিলেন দুই বন্ধু। পথে বাঁধপাড়া এলাকায় একটি পিকআপের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান সিয়াম। গুরুতর আহত অবস্থায় রশীদকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. একরামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, “সিয়াম ঘটনাস্থলেই মারা যান। রশীদকে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।”
ভেড়ামারা থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান জানান, দুর্ঘটনার পর ঘাতক পিকআপটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।


