মাগুরার মহম্মদপুরে খালে গোসল করতে নেমে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাঁপাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তিন শিশু হলো—চাঁপাতলা গ্রামের মো. আনারুলের মেয়ে তারিন (৮), সাজ্জাদুল ইসলামের মেয়ে সিনথিয়া (৯) এবং তারিকুল ইসলামের মেয়ে তানহা (৯)। তিনজনই স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে পাশাপাশি বাড়ির এই তিন শিশু বাড়ির পাশে একটি খালে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তাদের না দেখে পরিবারের লোকজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে খালের পানির নিচ থেকে তিনজনকেই উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আসাদুর রহমান বলেন, “স্থানীয়রা তিন শিশুকে হাসপাতালে নিয়ে এসেছিল। কিন্তু তিনজনকেই মৃত অবস্থায় আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে আমরা তাদের মৃত ঘোষণা করেছি।”
এদিকে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পুরো গ্রাম স্তব্ধ হয়ে পড়েছে। একসঙ্গে তিনটি প্রাণ হারানোর ঘটনায় এলাকায় শোকের আবহ বিরাজ করছে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহমান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খালে গোসল করতে নেমে গভীর পানিতে পড়ে তিন শিশু মারা গেছে। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”


