সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতাঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. ফরিদুল কবীর তালুকদার শামীমের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় সরিষাবাড়ী পৌরসভার ১নং ওয়ার্ডের সরিষাবাড়ী এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে। তারা নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
উদ্বোধন শেষে নেতাকর্মীরা নির্বাচনী কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।


