রাজশাহীর বাগমারায় ফেসবুকে ‘ডিবি পুলিশ’ পরিচয়ে ঘনিষ্ঠতা গড়ে দুই নারীকে কফিতে ওষুধ মিশিয়ে অজ্ঞান করে মালামাল লুটের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— তৌহিদুল ইসলাম (২৪) এবং তার সহযোগী মশিউর রহমান (২৩)।
পুলিশ জানায়, অভিযানে লুট হওয়া দুই জোড়া নুপুর উদ্ধার করা হয়েছে। তবে খোয়া যাওয়া অন্যান্য মালামাল এখনো উদ্ধার সম্ভব হয়নি। রোববার (২৬ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রতারিত নারী রূপা খাতুন (৩১) চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কাজ করেন। তার বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার বান্দাই খাঁড়া গ্রামে।
পুলিশ জানায়, তৌহিদুল ইসলাম ফেসবুকে ‘কষ্টের জীবন’ নামের আইডি খুলে রূপা খাতুনের সঙ্গে পরিচয় করেন এবং নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।
সম্প্রতি রূপা গ্রামের বাড়িতে এলে, গত ২০ অক্টোবর তৌহিদুল তার সহযোগী মশিউরকে নিয়ে রূপার সঙ্গে দেখা করতে যান। স্থানীয় বাজারে দেখা করার পর তারা রূপা ও তার খালাতো বোনকে কফি খাওয়ানোর প্রস্তাব দেন।
প্রতারকরা দুই নারীকে রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ বাজারে নিয়ে যায়। প্রথমে নিউমার্কেটের এক দোকানে কফি পান করান, পরে পাঁচতলার একটি চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে বসেন।
সেখানে কিছু সময় পরই রূপা ও তার খালাতো বোন অচেতন হয়ে পড়েন। সুযোগ বুঝে প্রতারকরা তাদের মোবাইল ফোন, সোনার গয়না ও নুপুর খুলে নিয়ে পালিয়ে যায়।
অচেতন অবস্থায় স্থানীয়রা দুই নারীকে উদ্ধার করে বাগমারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন।
ঘটনার পর ২৪ অক্টোবর রূপা বাগমারা থানায় মামলা করেন। পুলিশ ফেসবুক ও ডিজিটাল মাধ্যম ব্যবহার করে দ্রুত তদন্ত চালিয়ে শনিবার রাতে বাগমারার নিজ নিজ বাড়ি থেকে দুই প্রতারককে গ্রেপ্তার করে।
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন,
গ্রেপ্তার দুইজনের কাছ থেকে এক জোড়া নুপুর উদ্ধার করা গেছে। বাকিগুলো উদ্ধারে অভিযান চলছে। তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।”


