বগুড়ার আদমদীঘি উপজেলায় মাছ খেয়ে ফেলার জেরে একটি বিড়ালকে গলা কেটে হত্যার অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার নশরৎপুর ইউনিয়নের দত্তবাড়িয়া গুচ্ছগ্রাম এলাকা থেকে বুলবুলি বেগম (২৬) নামে ওই নারীকে আটক করা হয়।
বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দায়ের করা সুনির্দিষ্ট আইনি অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় বলে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান নিশ্চিত করেছেন। পরে বুলবুলিকে আদালতে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে বিড়ালের গলা কেটে হত্যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে প্রাণী অধিকার সংগঠন বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তীব্র প্রতিবাদ জানায় এবং গত ৫ নভেম্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
সংগঠনের সদস্য এমরান হোসেন বলেন, দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল—এই চেতনা থেকে আমরা আইনি পদক্ষেপ নিয়েছি। প্রাণী নির্যাতন রোধে সবাইকে সচেতন হতে হবে।”


