আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ্য বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক লায়ন ফরিদ আহমেদের সহযোগিতায় ও আদমদীঘি উপজেলা শ্রমিক দলের আয়োজনে গত রোববার (৩০ নভেম্বর) বাদ মাগরিব আদমদীঘি উপজেলা মডেল মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, আদমদীঘি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা বিএনপির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, বিএনপি নেতা মকলেছার রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, যুগ্ন আহবায়ক কোরবান আলী, উপজেলা শ্রমিক দলের সভাপতি বিপ্লব হোসেন, সাধারণ সম্পাদক আবু হাসান, সহ-সভাপতি জুয়েল প্রামানিক, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন, সহ-সাধারণ সম্পাদক খোকন আলী, সান্তাহার পৌর ছাত্রদলের সহ-সভাপতি হযরত আলী, আকাশ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, শ্রমিক নেতা জুয়েল সরদার, সাগর হোসেন, জনি প্রামানিক, রুস্তম আলী, সাজু মিয়া, রাসেল, তোফাজ্জল হোসেন, আতাব্বর, মুসা, জুয়েল হোসেন, আপেল মাহমুদ, আমিনুল সরদার, আরিফুল, রুহুল ইসলাম, আবু হানিফ, মানিক মন্ডল-সহ বিএনপি ও তার সহযোগি অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


