শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় এক আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হলো কোরআন খতম, নফল রোজা ও দোয়া মাহফিল। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে খেজুরতলা এলাকাস্থ বিএনপির কার্যালয়ে উপজেলা যুবদল এ আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি আমাদের আশা–ভরসার প্রতীক। তার সুস্থতা কামনায় যুবদল সবসময়ই আল্লাহর দরবারে প্রার্থনা করে যাবে।”
দোয়া মাহফিলে স্থানীয় যুবদলের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ইউনিটের শতাধিক কর্মী অংশ নেন। উপস্থিত ছিলেন জাকারিয়া মাসুদ, সুমন শিহাব, লেলিন সরকার, তুহিন, লিটন, রাসেল, রুদ্র, সজীব, শাহাদাত, খায়রুল, মানু, নান্নু, এরশাদ, রকি, রাব্বি, আলামিন, শরিফুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের নেতা-কর্মীরা।
মোনাজাতে খালেদা জিয়ার আরোগ্য, দেশ ও মানুষের কল্যাণ কামনা করা হয়। দোয়া শেষে যুবদলের নেতারা ইয়াতিম–দুস্থ শিশুদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী তুলে দেন।


