আদমদীঘি সংবাদদাতাঃ
বেডোর স্মার্ট প্রকল্পের উদ্বোধন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সান্তাহার-নওগাঁ বাইপাস সড়কে বেডোর আঞ্চলিক কার্যালয়ের ট্রেনিং সেন্টারে বিশ্বব্যাংক ও পিকেএসএফ’র আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং বেডোর বাস্তবায়নে স্মার্ট প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা হয়।
স্মার্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আশরাফুল আলম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সান্তাহার পৌরসভার সাবেক মেয়র ও বিশিষ্ট ব্যবসায়ী তোফাজ্জল হোসেন ভুট্টু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক নাজমুল হোসাইন, নওগাঁ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ডিএডি জাকির হোসেন, বেডোর পরিচালক আতোয়ার হোসেন ও সহকারি পরিচালক আবু রায়হান মোহাম্মাদ আব্দুল হাই, রেইজ প্রজেক্টের সমন্বয়কারি আব্দুর রাজ্জাক ও সমৃদ্ধি প্রজেক্টের সমন্বয়কারি তরিকুল ইসলাম প্রমূখ।
এরপর বেডোর পরিচালক আতোয়ার হোসেন স্মার্ট প্রকল্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন


