
বগুড়ায় পেট্রোল পাম্পের অনিয়ম নিয়ে দ্বন্দ্বের জেরে চড়থাপ্পড়ের প্রতিশোধ নিতে ম্যানেজার ইকবালকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে সহকর্মী রতন। হত্যার পর নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালানোর সময় তাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা গোয়েন্দা কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঘটনাটি বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান।
নিহত ইকবাল হোসেন সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা। গ্রেপ্তার রতন বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতের শেষ প্রহরে বগুড়া শহরের শতাব্দী ফিলিং স্টেশনের অফিসকক্ষে ঘুমিয়ে ছিলেন ম্যানেজার ইকবাল হোসেন। সুযোগ বুঝে সহকর্মী রতন সেখানে গিয়ে হাতুড়ি দিয়ে ইকবালের মাথায় একের পর এক আঘাত করে। পরে স্লাইরেঞ্জ ও চাকু দিয়ে আঘাত চালিয়ে মৃত্যু নিশ্চিত করে। এরপর ক্যাশের নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় সে।
জেলা গোয়েন্দা পুলিশের তৎপরতায় রোববার রাতে গাজীপুরের মৌচাক বাসস্ট্যান্ড এলাকা থেকে রাকিবুল ইসলাম রতনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে নিহতের ব্যবহৃত মোবাইল ফোন ও চুরি হওয়া টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন হত্যার দায় স্বীকার করেছে। সে জানায়, পেট্রোল পাম্পের অনিয়মের বিষয়ে মালিককে জানালে ইকবাল ক্ষিপ্ত হয়ে তাকে চড়থাপ্পড় মারে। এর প্রতিশোধ নিতেই এই হত্যাকাণ্ড ঘটায় সে।
এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার রতনকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।