বগুড়ার ধুনটে এক স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় সাবেক ওসিসহ দুজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. জিয়া উদ্দিন মাহমুদ এ আদেশ দেন। আদালত অভিযোগ আমলে নিয়ে আসামিদের গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
চার্জশিটভুক্ত আসামিরা হলেন- মামলার মূল আসামি ও জালশুকা হাবিবর রহমান ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক মুরাদুজ্জামান ওরফে মুকুল, এবং মামলার আলামত নষ্টের অভিযোগে অভিযুক্ত ধুনট থানার সাবেক ওসি কৃপা সিন্ধু বালা (৫১), যিনি বর্তমানে গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ এ কর্মরত।
তদন্তকারি কর্মকর্তা বগুড়া পিবিআই’র পুলিশ পরিদর্শক আনোয়ারুল ইসলাম মঙ্গলবার আদালতে ১,৫০০ পাতার চার্জশিট দাখিল করেন। ট্রাইব্যুনাল-২ এর পিপি অ্যাডভোকেট মো. মোজাম্মেল হক জানান, ২০২২ সালের ১২ এপ্রিল প্রভাষক মুরাদুজ্জামান কলেজের এক স্কুলছাত্রীকে ধর্ষণ করে সেই দৃশ্য নিজ মুঠোফোনে ধারণ করেন।
মামলার তদন্তকালে সাবেক ওসি কৃপা সিন্ধু বালা অভিযোগ অনুযায়ী আসামির কাছ থেকে অর্থ গ্রহণের মাধ্যমে জব্দকৃত মুঠোফোন থেকে গুরুত্বপূর্ণ আলামত—including ধর্ষণের ভিডিও—নষ্ট করেন। ঘটনার পর বাদী এবং জেলা পুলিশের লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে ধুনট থানা থেকে প্রত্যাহার করা হয় এবং মামলা জেলা পুলিশের গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়।
পিবিআইর তদন্তে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রভাষক মুরাদুজ্জামানের বিরুদ্ধে ধর্ষণ এবং সাবেক ওসির বিরুদ্ধে আলামত নষ্ট করার অভিযোগ প্রমাণিত হওয়ায় চার্জশিট দাখিল করা হয়। মামলার তদন্তে মোট ছয়বার দায়িত্ব পরিবর্তনের পর অবশেষে চার্জশিট আদালতে পেশ করা হয়।


