স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা ও এন্ট্রিপদ ৯ম গ্রেড বাস্তবায়নসহ ৫ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁয় সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতি নওগাঁ জেলা শাখার নেতৃবৃন্দ। রোববার বিকেলে জেলা শিক্ষা অফিসের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নওগাঁ জেলা শাখার দপ্তর সম্পাদক ও নওগাঁ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: রাবেয়া খাতুন লিখিত বক্তব্যের মাধ্যমের তাদের দাবিসমূহ উপস্থিত সাংবাদিকদের পড়ে শুনান। দাবীসমূহের মধ্যে প্রধান ৫টি দাবি হলো: স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা করতে হবে। সরকারী মাধ্যমিকের সহকারী শিক্ষকের এন্ট্রিপদ ৯ম গ্রেডে উন্নীত করে ৪ স্তরীয় পদসোপান করতে হবে। অনতিবিলম্বে আঞ্চলিক উপ পরিচালকের প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা সংরক্ষণসহ মাধ্যমিকের সকল কার্যালয়ের স্বাতন্ত্র্য ও মর্যাদা রক্ষা করতে হবে। বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূন্যপদে নিয়োগ , পদোন্নতি ও পদায়ন দিতে হবে এবং বকেয়া সিলেকশন গ্রেড ও টাইমস্কেল এর মঞ্জুরী আদেশ প্রদান করতে হবে।

এই দাবিসমূহ দ্রুত বাস্তবায়ন করে শিক্ষকদের মাঝে যে বৈষম্য বিরাজ করছে তা দূর করা আহবান জানান। এ ছাড়া শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি করতে না পারলে শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা সম্ভব হবে না বলে মত প্রকাশ করেন। এ সময় বাংলাদেশ সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতি, নওগাঁ জেলার আহবায়ক ও নওগাঁ জেলা শিক্ষা অফিসার মো: শাহাদৎ হোসেন জানান, সারা দেশের ন্যায় নওগাঁয় জেলার ১১টি উপজেলার মধ্যে মাত্র ৩টি উপজেলায় মাধ্যমিক শিক্ষা অফিসার আছে বাঁকি ৮টি উপজেলায় ভারপ্রাপ্ত কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। এই ভাবে সাড়া দেশে মাধ্যমিক শিক্ষা অফিসারের ২৫০টি পদ, জেলা শিক্ষা অফিসারের ৩৩টি এবং স্কুল পরিদর্শকের ৫২৫টি শুণ্য রয়েছে। সরকারী মাধ্যমিক শিক্ষকদের দ্রুত পদন্নতি দিয়ে এই শুণ্যপদ গুলো পুরুনের দাবি জানান।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতির নওগাঁ জেলা শাখার প্রচার সম্পাদক মো: আব্দুর রউফ খান, অর্থ সম্পাদক মুহা: ছোলায়মান , জেলা কমিটির কার্যকরী সদস্য মো: হাসমত আলী, মো: আলমাস হোসেন চৌধুরী, মো: সাইদুজ্জামান, বিদ্যুৎ কুমার মন্ডলসহ প্রমূখ।


