নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরে বেসরকারি সংস্থা ব্র্যাক ওয়শ কমিউনিটির উদ্যোগে ড্রিংকিং ওয়াটার পয়েন্ট ও হ্যান্ড ওয়াাশিং স্টেশনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে নিয়ামতপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যানের মধ্যে আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোপাল চন্দ্র, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি চৌধুরী তানভীর আহমেদ, ব্র্যাক ওয়াাশ কর্মসূচির টেকনিক্যাল কর্মকর্তা আলমগীর হোসেন, প্রোগ্রাম অর্গানাইজার আফরোজা আক্তার, জেলা ব্যবস্থাপক সাজ্জাদ হোসেনসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
উদ্বোধনকালে বক্তারা বলেন, এই ওয়াাটার পয়েন্ট ও হ্যান্ড ওয়াাশিং স্টেশন শিক্ষার্থীসহ সাধারণ মানুষের জন্য বিশুদ্ধ পানির নিশ্চয়তা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে স্বাস্থ্য ঝুঁকি কমবে এবং সুস্থ জীবনযাত্রা আরও সহজ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।


