ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন এফডব্লিউভি, এফডব্লিউএ এবং এফপিআই অধিকার পরিষদের আয়োজনে নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেলসাড়ে ৩টায় পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় পরিবার পরিকল্পনা পরিদর্শক সাদ্দাম হোসেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও সংগঠনের সাধারণ সম্পাদক রাব্বি হোসেন, পরিবার কল্যাণ পরিদর্শিকা নুরুননাহার বেগম, পরিবার কল্যাণ সহকারি তানজিলা আক্তার, পরিবার পরিকল্পনা পরিদর্শক নাসিমা পারভীন সহ পরিবার পরিকল্পনা মা ও শিশু সেবায় নিয়োজিত তিন সংগঠনের সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এব্যাপারে পরিবার পরিকল্পনা পরিদর্শক ও নওগাঁ জেলা শাখার প্রচার সম্পাদক মো.সাদ্দাম হোসেন বলেন,পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শক (এফডব্লিউভি), পরিবার কল্যাণ সহকারি (এফডব্লিউএ) এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) নিয়োগে কোন নিয়োগ বিধি নাই। যার কারণে আমাদের পদোন্নতি সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে বহুদিন থেকে আলোচনা ও চিঠিপত্র চালাচালি হলেও এর কোন সুষ্টু সমাধান এখনও হয়নি। আমরা বাধ্য হয়ে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে ২ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্তপূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছি। আশা করি সংশ্লিষ্ট দপ্তর দ্রুত দাবী পূরণ করে আমাদেরকে কর্মস্থলে ফিরতে সহায়তা করবেন। অন্যথায় আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।


