ডেস্ক রিপোর্টঃ
নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে শাহাপুর ঈদগাহ মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। নওগাঁ জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী জননেতা জাহিদুল ইসলাম (ধলু) উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই আলম মিঠু ও শফিউল আজম ভিপি রানা,খায়রুল আলম গোল্ডেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত শারীরিক সুস্থতা কামনা করেন এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও সকল নেতাকর্মীর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।


