মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর ২০২৫) বিকাল ৩ টায় পরানপুর ইউনিয়নের শিশইল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয়তাবাদী শ্রমিক দল ৩ নং পরানপুর ইউনিয়ন শাখার আয়োজনে আলোচনা সভায় উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হিলোল এর সঞ্চালনায় ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আব্দুস সালাম এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মকলেছুর রহমান মকে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির উপদেষ্টা আফাজ উদ্দিন মোল্লা, উপজেলা বিএনপির সহ সভাপতি গোলাম সারোয়ার সপন, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, উপজেলা মহিলা দলের সহ-সভাপতি লায়লা আঞ্জুমান বানু,উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি ফজলুর রহমান খোকা, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক, ছোটমুল্লুক বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক নাসির উদ্দীন সরদার,ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ প্রমূখ।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষকে সঠিক অধিকার ফিরিয়ে দিতে খালেদা জিয়ার সুস্থতা অত্যন্ত জরুরি। তাঁর সুস্থতা জাতীয় রাজনীতির জন্যও গুরুত্বপূর্ণ।”
আয়োজনে শ্রমিকদল, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।


