ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপরে হামলাসহ সাপ্রতিক বিভিন্ন ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে ধামইরহাট পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি মো. শহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম লিটন, জেলা মহিলাদলের সহ-সভাপতি মাজেদা বেগম, নারী নেত্রী শাহিনা ইয়াসমিন, মর্জিনা বেগম, তানজিলা পারভীন প্রমুখ।
বিক্ষোভ মিছিল কর্মসূচিতে বক্তারা নির্বাচন তফসিল ঘোষণার পরদিন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির উপরে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে সর্ব্বোচ আইনি শাস্তির দাবি জানান।


