ডেস্ক রিপোর্টঃ
১৮ ডিসেম্বর নওগাঁয় হানাদার মুক্ত দিবস। এ উপলক্ষে আজ বিকেল সাড়ে ৪টায় স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ র্যালি বের করে। প্যারীমোহন লাইব্রেরী চত্বর থেকে থেকে র্যালিটি বের হয়।
একুশে পরিষদের সভাপতি অ্যাডভোকেট ডি এম আব্দুল বারী’র নেতৃত্বে আয়োজিত র্যালিতে একুশে পরিষদের সর্বস্তরের সদস্য ছাড়াও স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
র্যালিটি কাচারি সড়ক, ঔষধ পট্টি, ব্রিজের মোড়, প্রথম সড়ক ধরে মুক্তির মোড় হয়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে গিয়ে সমবেত হয়। সেখানে একুশে পরিষদের সভাপতি ডি এম আব্দুল বারীসহ অন্যরা বক্তব্য রাখেন।
এদিকে ১৮ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত তিন দিনব্যাপী বিজয়ী মেলা মঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম আলোচনা সভায় সভাপতিত্ব করেন।
উল্লেখ্য ১৬ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস হলেও নওগাঁ মহকুমা থাকে পাক সেনাদের দখলে। এ সময় পাক সেনারা যদি মেরে ফেলে এই ভয়ে বাঙালি মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করতে রাজী হয়না। পাক সেনারা কেডি সরকারি উচ্চ বিদ্যালয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন স্থানে সমবেত হয়ে আশ্রয় গ্রহণ করে। তাদের চাহিদা মোতাবেক ১৮ ডিসেম্বর মিত্রবাহিনীর বগুড়া থেকে একজন কমান্ডার এবং ভারতের বালুরঘাট থেকে পি ভি রায় নামের আরেকজন কমান্ডার নওগাঁয় এলে পাকসেনারা তৎকালীন মহাকুমা প্রশাসকের কার্যালয় তাদের অস্ত্র সারেন্ডার করে এবং আত্মসমর্পণ করে। নওগাঁ হয় হানাদার মুক্ত। এদিকে ১৬ই ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত এই দুদিনের পাক সেনারা নওগাঁ শহরের সন্নিকটে জগৎসিংহ পুরে এক অভিযান চালিয়ে পাঁচজন বাংলা বাঙালিকে হত্যা করে।


