ডেস্ক রিপোর্টঃ
জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির উদ্যোগে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি–বেসরকারি অংশীদারিত্ব জোরদারকরণ বিষয়ে একটি অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে ব্র্যাক আয়োজিত এই অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার মো: ইবনুল আবেদীন। বিশেষ অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, বিভিন্ন সমমনা বেসরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, স্বপ্ন সারথী গ্রুপের সদস্য, স্বাস্থ্যকর্মী, কাস্টমার সার্ভিস অ্যাসিস্ট্যান্টসহ ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির ব্যবস্থাপকগণ।
অ্যাডভোকেসি ডায়ালগের সঞ্চালনা করেন নওগাঁ জেলা ব্র্যাক সমন্বয়ক একে আজাদ পিপিটি প্রদর্শনের মাধ্যমে মূল সেশন পরিচালনা করেন আঞ্চলিক ব্যবস্থাপক (জেন্ডার মেইনস্ট্রিমিং) মো: আহ্সান হাবীব।
ডায়ালগে অংশগ্রহণকারীরা নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের চলমান উদ্যোগসমূহের সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
পাশাপাশি সহিংসতা প্রতিরোধ ও সেবাপ্রদানের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করা এবং সারভাইভারদের জন্য দ্রুত ও মানবিক সহায়তা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর সমন্বয়, দায়িত্বশীল অংশীদারিত্ব এবং সময়োপযোগী সেবা প্রদান নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে সরকারি–বেসরকারি সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানানো হয়।


