পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় দীর্ঘ কয়েক দিন ধরে পোস্ট অফিসে রাজস্ব টিকিট না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। নজিপুর পৌরসভা ও সদর ইউনিয়নের পাশাপাশি আশপাশের একাধিক ইউনিয়নের মানুষ প্রতিদিন বিভিন্ন দাপ্তরিক কাজে রাজস্ব টিকিট সংগ্রহের জন্য পত্নীতলা পো
স্ট অফিসের ওপর নির্ভরশীল। কিন্তু গত ৪ থেকে ৫ দিন ধরে এখানে কোনো রাজস্ব টিকিট পাওয়া যাচ্ছে না।
স্থানীয় সূত্রে জানা যায়, পত্নীতলা উপজেলা পোস্ট অফিস থেকে প্রতিদিন উপজেলার অন্তর্ভুক্ত ২২টি শাখা পোস্ট অফিসে রাজস্ব টিকিট সরবরাহ করা হয়ে থাকে। টিকিট সংকটের কারণে এসব শাখা পোস্ট অফিসেও সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে জমি রেজিস্ট্রেশন, হলফনামা, আদালত সংক্রান্ত কাগজপত্র, ব্যাংক ও অন্যান্য সরকারি-বেসরকারি দাপ্তরিক কাজে প্রয়োজনীয় রাজস্ব টিকিট না পেয়ে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
টিকিট সংগ্রহ করতে এসে অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে সময়, শ্রম ও অর্থ—সবদিক থেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেবাগ্রহীতারা। অপরদিকে রাজস্ব টিকিট বিক্রি বন্ধ থাকায় সরকারও প্রতিদিন হাজার হাজার টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এ বিষয়ে পত্নীতলা উপজেলা পোস্ট অফিসের সহকারী পরিদর্শক মো. বাবুল হোসেন বলেন,
“প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০ হাজার টাকার রাজস্ব টিকিট বিক্রি হয়ে থাকে। আমরা জেলা পোস্ট অফিসে একাধিকবার চাহিদা পাঠিয়েছি, কিন্তু এখনো রাজস্ব টিকিট সরবরাহ পাওয়া যায়নি। টিকিট না থাকায় আমরাও সেবা দিতে পারছি না।
এলাকাবাসী দ্রুত এই সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, নিয়মিত রাজস্ব টিকিট সরবরাহ নিশ্চিত করা না হলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে এবং সরকারের রাজস্ব ক্ষতির পরিমাণও বাড়তে থাকবে।


