পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
শুক্রবার ( ২৬ ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো. ফারুক হোসেনের সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েল উপাচার্য ড. কুদরত-ই-জাহান ও বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ রানার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার, স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও পোরশা উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল ইসলাম, ডাঃ মো. আবু ওবায়দা, ডাঃ রাজীকুল ইসলাম রাজীব, শিক্ষা অফিসার মো. মিঠু হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আল মাহমুদ হোসেন, মোঃ মাসুদ প্রমুখ। এ সময় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ৭ জন মরণোত্তর ও ১৪জন জীবিত শিক্ষকদের মাঝে ক্রেস্ট, উত্তরীয়সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
মরণোত্তর সম্মাননা প্রাপ্ত সাবেক শিক্ষকরা হলেন, প্রধান শিক্ষক আব্দুল হান্নান, শশাঙ্ক ভূষণ দাস, আব্দুর রহমান, কাজী হামিদ উদ্দীন, শহিদুল ইসলাম, শান্তি রঞ্জন নন্দী ও সহকারী শিক্ষক বিভূতিভূষণ ঘোষ (সেকেন্ড স্যার) তাদের পরিবারকে এবং
অপরদিকে জীবিত থাকা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুকুল চন্দ্র দাস, নাছিমা আকতার, সহকারী শিক্ষক মো. আফতাব হোসেন খান (থার্ড স্যার), মো. মোজাফ্ফর রহমান, বরুন চন্দ্র মন্ডল, কাজী নজরুল ইসলাম, শাহিদা বেগম, ভবতোষ কুমার ঘোষ, সুকুমার চন্দ্র দাস, জাহানারা বেগম, মঞ্জু রাণী দাস, দৌলতুন নেছা চৌধুরী, কাজী আফরোজা নাহার ও আরজুমান আরা।
এ সময় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
হাসান শাহরিয়ার পল্লব, আতাউর রহমান, আল মাহমুদ, সবুজ কুমার মন্ডল, মাসুদ রানা, ভাস্করসহ স্কুলে অসংখ্য সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন শিক্ষকদের সাথে কুশল বিনিময় করেন। প্রাক্তন শিক্ষক- শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠে বিদ্যালয় প্রাঙ্গণ।
উল্লেখ্য ১৯৩১ সালে প্রতিষ্ঠার ৯৪ বছর পর প্রথম বারের মতো নজিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংবর্ধনার আয়োজন করা হলো।


