ডেস্ক রিপোর্টঃ
নওগাঁর বদলগাছিতে ১ কেজি গাঁজা ও ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৭ ডিসেম্বর) উপজেলার তালতলি ও হলুদ বিহার গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার তালতলি গ্রামের আইজুলের ছেলে মিজু আহমেদ (২৮) এবং হলুদ্গ্রাম এলাকার চান মিয়ার ছেলে মজিদ(৫৪)।
রোববার (২৮ ডিসেম্বর) সকালে পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য পাওয়া যায়।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে শনিবার জেলা গোয়েন্দা শাখা নওগাঁ মাদক বিরোধী পৃথক দুটি অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আড়াইটার সময় বদলগাছি উপজেলার তালতলি গ্রামে সুমনের পরিত্যাক্ত ইট ভাটার ভিতরে গাজা বিক্রয়ের জন্য অবস্থানকারী আসামি মিজু আহমেদ ১ কেজি গাজা উদ্ধার করে তাকে আটক করা হয়।
অন্যদিকে উপজেলার হলুদ বিহার গ্রাম এলাকা হতে দেহ তল্লাশী করে মজিদের কাছ থেকে ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে তাকে আটক করা হয়। এ বিষয়ে বদলগাছি থানায় দুটি মামলা দায়ের প্রক্রিয়াধীন।
এ প্রসঙ্গে পুলিশ সুপার বলেন আগামী দিনগুলিতে মাদকবিরোধী অভিযান আরো জোরদার করা হবে


