ডেস্ক রিপোর্টঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল তিনটায় মান্দা উপজেলার ৮ নম্বর কুসুম্বা ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সমর্থিত সাধারণ ভোটারদের পরিবারের উদ্যোগে স্বাধীন বাংলা বাজারের মণ্ডলপাড়ায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হকের সঞ্চালনায় এবং বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৪ মান্দা আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, উপজেলা যুবদলের সহ-সভাপতি আল মামুন, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তালহা জোবায়ের ও শামীম হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উঠান বৈঠকে স্থানীয় সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।


