নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৫ লিটার চোলাই মদসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা আপন দুই ভাই।
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে বৃহস্পতিবার (০২ জানুয়ারি ২০২৬) রাত ৯টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর উপজেলার চক রামচন্দ্র গ্রামে দুই ভাই মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল সেখানে অভিযান চালায়।
অভিযানকালে চক রামচন্দ্র গ্রামের বাসিন্দা মামুন (৩৯), পিতা সায়বুল সাং-এর বাড়ির সামনে থেকে তার হেফাজত হতে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তার সঙ্গে থাকা আপন ভাই মাজদুল (৩৯) এর কাছ থেকে আরও ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ২৫০ মিলিলিটার ধারণক্ষমতার ৬০ বোতলে মোট ১৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।


