ডেস্ক রিপোর্টঃ
নওগাঁয় দিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা স্টেডিয়ামে বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৫-২৬ এর আওতায় জেলা ক্রীড়া অফিস এর আয়োজন করে।
ক্রিকেট প্রতিযোগিতায় অনুর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ বছর বয়সের খেলোয়াড়দের সমন্বয়ে যমুনা, আত্রাই, তুলসীগঙ্গা ও নাগর নদীর নামে ৪টি দল গঠন করে এক অপরের বিপক্ষে অংশগ্রহণ করে।
চুড়ান্ত খেলায় নাগরনদী দল আত্রাই নদী দলকে ৮ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে চ্যাম্পিয় ও রানার্সআপ দলে মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, এনামুল হকসহ ক্রীড়া সংগঠকরা।
আয়োজকরা জানান তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারের মাধ্যমে তারুণ্যের বিকাশ ঘটানো মূল উদ্দেশ্যে।


