ডেস্ক রিপোর্টঃ
নওগাঁয় খুচরা ব্যবসায়ীদের কাছে এলপিজি গ্যাস সিলিন্ডার গ্যাস বেশি দামে বিক্রি এবং বিক্রয় রশিদ না দেওয়ার অপরাধে এক ব্যবসায়ির এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে নওগাঁ সদর উপজেলার সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে শুভ এন্ড বাদ্রার্সের ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তর নওগাঁর সহকারি পরিচালক রুবেল আহমেদ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁর সহকারি পরিচালক রুবেল আহমেদ বলেন, বেশ কিছুদিন থেকে বাজারে সিলিন্ডার গ্যাসের কৃত্রিম সংকট দেখা দিয়েছে। আর এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ি বাড়তি দাম নিয়ে মুনাফা অর্জন করছে।
এমন অভিযোগে গত তিনদিন থেকে বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে।আজ বিকেলে শহরের সুলতানপুর এলাকায় ওমেরা গ্যাস সিলিন্ডার ডিলার শুভ এন্ড বাদ্রার্স ডিলারের দোকানে অভিযান পরিচালনা করা হয়। তিনি যেসব গ্যাস সিলিন্ডার খুচরা ব্যবসায়িদের কাছে বিক্রি করছিলেন। কিন্তু তিনি তাঁর স্বপক্ষে কোন রশিদ দেখাতে পারেননি।
এছাড়া খুচরা ব্যবসায়ীদের কাছে ১২ লিটারের গ্যাস সিলিন্ডার ১ হাজার ৬৫০ টাকায় বিক্রি করছিলে। যেখানে সরকারের বেধে দেয়া দাম অনুযায়ী ১ হাজার ৩২০ টাকা দাম নেওয়ার কথা।
গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রি করার অপরাধে প্রতিশ্রুতি পণ্য ও সেবা যথাযথভাবে বিক্রয় ও সরবরাহ না করা ভোক্তা অধিকার আইনের ধারা-৪৫ এ ওই ব্যবসায়ির ৪০ হাজার টাকা এবং অবহেলা, ইত্যাদি দ্বারা সেবা গ্রহীতার অর্থ, স্বাস্থ্য, জীবনহানি ইত্যাদি ঘটানোর ধারা-৫৩ এ আরও ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
এসময় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিতি ছিলেন।


