ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতাঃ
নওগাঁর ধামইরহাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকাল ৪টায় ধামইরহাট উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ধামইরহাট পৌর যুবদলের আহ্বায়ক মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মো. শহিদুর রহমান সরকার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা।
এ সময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির উপদেষ্টা দেওয়ান ফেরদৌস হাসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম লিটন, যুবদল নেতা রুবেল হাসান রতন, মনসুর আলম প্রমুখ।


