আত্রাই (নওগাঁ) সংবাদদাতাঃ
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে গণভোট বিষয়ক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এই সভাটি আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. আলাউল ইসলাম বলেন, গণভোট গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ। নাগরিকরা যাতে তাদের ভোটাধিকার এবং মতপ্রকাশের অধিকার সম্পর্কে সচেতন থাকেন, তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।
একটি স্বচ্ছ ও সুন্দর গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। আমরা চাই প্রতিটি নাগরিক যেন নির্ভয়ে এবং সচেতনভাবে এই প্রক্রিয়ায় অংশ নিতে পারেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল করিম, কৃষি অফিসার কৃষিবিদ প্রেসেনজিৎ তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা,
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাযহারুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার সরকারসহ উপজেলা সরকারি দপ্তরের কর্মকর্তাগণ প্রমুখ। এছাড়া সভায় উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত থেকে গণভোটের গুরুত্ব ও এর বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।


