বরেন্দ্রকণ্ঠ ডেস্ব
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের (নবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী বলেছেন, চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে দুটি বিভাগে পাঠদান কার্যক্রমের জন্য আমাদেরকে অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
পাঠদান কার্যক্রমের জন্য অত্যাধুনিক শ্রেণিকক্ষ, কম্পিউটার ল্যাব, গ্রন্থাগারসহ সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদেরকে বরণ করে নিতে প্রস্তুত নওগাঁ বিশ^বিদ্যালয়।
আজ মঙ্গলবার দুপুরে নওগাঁ শহরের বাইপাস সড়ক সংলগ্ন বরুনকান্দি এলাকায় অবস্থিত নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ও প্রশাসনিক ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন ভিসি ড. মোহাম্মদ হাছানাত আলী।
পাঠদান কার্যক্রম শুরু করা নিয়ে নবি প্রশাসনের প্রস্তুতি সম্পর্কে অধ্যাপক হাছানাত আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদানের পর থেকেই আমার লক্ষ্য ছিল পাঠদান কার্যক্রম শুরু করা।

সকলের প্রচেষ্টায় নওগাঁ বিশ্ববিদ্যালয় আইন পাস হওয়ার প্রায় তিন বছর পর ইউজিসি চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম শুরুর জন্য অনুমোদন দিয়েছেন। এই দুটি বিভাগ হলো আইন বিভাগ ও হিসাব বিজ্ঞান বিভাগ।
তিনি আরও বলেন, অনুমোদিত দুটি বিভাগে ৪০ জন করে ৮০ জন শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেওয়া হয়েছে। দুটি বিভাগের পাঠদান কাযক্রম চালুর জন্য নবি প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে অত্যাধুনিক শ্রেণিকক্ষ, আধুনিক সুবিধা সমৃদ্ধ কম্পিউটার ল্যাব ও গ্রন্থাগার। শিক্ষার্থীরা যেনো পরিচ্ছন্ন এবং রুচিশীল পরিবেশে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে পারে সে ধরনের সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া শিক্ষকরা যেনো তাদের রুমে বসে পাঠ-পঠন এবং গবেষণা কার্যক্রম সম্পাদন করতে পারে সে ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অধ্যাপক হাছানাত আলী বলেন, ‘শিক্ষার্থী ভর্তির জন্য নওগাঁ বিশ্ববিদ্যালয় জিএসটি গুচ্ছে অন্তর্ভুক্ত হয়েছে। গুচ্ছ অধিভুক্ত বিশ^বিদ্যালয়গুলোর সঙ্গেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গুচ্ছের সর্বশেষ পরীক্ষা ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে। ভর্তি সম্পন্ন করার পরপরই পাঠদান কার্যক্রমের জন্য পঠন-পাঠনে পারদর্শী এমন শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হবে।
আমরা আশা করছি, আগামী জুলাই মাসের মধ্যেই নওগাঁ বিশ্ববিদ্যালয়ের পাঠদান কার্যক্রম শুরু করা যাবে। পাঠদান কার্যক্রম শুরুর আগেই প্রয়োজনীয় সকল নিয়োগ সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।’
মতবিনিময় সভা শেষে উপাচার্য অধ্যাপক হাছানাত আলী বিশ্ববিদ্যালয় শ্রেণিকক্ষ, কম্পিউটার ল্যাব, গ্রন্থাগারসহ বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক দপ্তর ঘুরে দেখান।
২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ নামে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়টির নাম সংশোধন করে নওগাঁ বিশ্ববিদ্যালয় নামকরণ করা হয়।


